1. banijjobarta22@gmail.com : admin :

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন

  • Last Update: Monday, December 25, 2023

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা।

তিনি জানান, সোমবার ভোরে ফজলুর রহমান অসুস্থ হয়ে পড়েন। ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

ফজলুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধুপখোলা মাঠে তার জানাজা হবে। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৭২ সালে সরিষার তেল উৎপাদনের কারখানা সিটি অয়েল মিল প্রতিষ্ঠা করেন ফজলুর রহমান। পরে এটি সিটি গ্রুপে রূপ নেয়। ১৯৯৫ সালে তীর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি উৎপাদন শুরু করে শিল্পপ্রতিষ্ঠানটি।

ধীরে ধীরে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইস্পাত, প্লাস্টিক পণ্য, বোতলজাত পানি, পরিশোধিত পাম তেল, পোল্ট্রি ও ফিশ ফিড, সয়ামিল, চিনি ও লবণ পরিশোধন, চাল, ডাল ও ময়দার স্বয়ংক্রিয় মিল, নৌপথে পণ্য পরিবহন, চা বাগান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায় যুক্ত হয় সিটি গ্রুপ। বর্তমানে এ শিল্পপ্রতিষ্ঠানটির ৪০টির বেশি কোম্পানি রয়েছে; যেখানে ২৫ হাজার মানুষ কাজ করছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com