1. banijjobarta22@gmail.com : admin :

ন্যাশনাল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • Last Update: Thursday, December 21, 2023

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি কিছু ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সুশাসনের অভাবে দীর্ঘদিন থেকেই ন্যাশনাল ব্যাংক সমালোচিত হচ্ছে। ঋণ প্রদান, আমানত সংরক্ষণে ব্যর্থতা এবং সুশাসনের ঘাটতির অভিযোগে ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নতুন করে বোর্ড গঠন করা হয়েছে।

নতুন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সৈয়দ ফরাদ আনোয়ারকে। পরিচালক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, খলিলুর রহমান, পারভিন হক সিকদার, শফিকুর রহমান ও মোয়াজ্জেম হোসেন।

নতুন বোর্ডে স্থান পেয়েছেন আগের পরিচালনা পর্ষদের তিনজন পরিচালক। বাকি পরিচালকদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com