1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে সামান্য উত্থান

  • Last Update: Thursday, November 30, 2023

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিলো ৩০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com