1. banijjobarta22@gmail.com : admin :

আর্থিক প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ

  • Last Update: Tuesday, November 28, 2023

নিজস্ব প্রতিবেদক

আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থাপনা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ফাইন্যান্স কোম্পানির স্থাপনার (প্রধান কার্যালয়, শাখা, ব্যবসা কেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়াকরা ভবনের প্রবেশ পথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসি টিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে।

সিসি টিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com