1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসইর পরিচালক হলেন রিচার্ড ডি’রোজারিও 

  • Last Update: Monday, November 27, 2023

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচিত হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও। ডিএসইর খালি পদে একজন মনোনয়ন জমা দেওয়ায় একক প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনার জন্য ৪ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷ নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ৷

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ৭ নভেম্বর ২০২৩ তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসিল অনুসারে ২৬ নভেম্বর ২০২৩ তারিখ ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ৷ ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালক পদে একজন প্রার্থী গ্লোবাল সিকিউরিটিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও মনোনয়ন পত্র দাখিল করেন৷ একজন আবেদন করায় অটো নির্বাচিত হয়েছেন তিনি।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com