1. banijjobarta22@gmail.com : admin :

বেস্ট হোল্ডিংসের শেয়ার মূল্য নির্ধারণের লক্ষ্যে ত্রিপাক্ষিক চুক্তি

  • Last Update: Monday, November 20, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেম (ইএসএস) ব্যবহার করে বুক বিল্ডিং পদ্ধতির অধীনে যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে বেস্ট হোল্ডিংস লিমিটেডের সাধারণ শেয়ারের মূল্য নির্ধারণের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং বেস্ট হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারে চুক্তিটি সই হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্র্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র প্রতিনিধি রাহী ইফতেখার রেজা, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, শান্তা ইক্যুইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত-ই ফেরদৌস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডসহ প্রতিষ্ঠানসমূহের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

কোম্পানিটি ৩৫০ কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যু করবে। বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারের কাট অফ মূল্য নির্ধারণের জন্য যোগ্য বিনিয়োগকারীদের বিল্ডিংয়ের সময় ২০ নভেম্বর বিকাল ৪টায় শুরু হয়ে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত চলবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com