1. banijjobarta22@gmail.com : admin :

আমার চাওয়া-পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

  • Last Update: Monday, November 13, 2023

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষকে ভালো রাখা ছাড়া নিজের আর চাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি শুধু এ দেশের মানুষের ভাগ্য গড়তে চাই। ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি দিয়ে উন্নত জীবন দিতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দেশের মানুষ যদি ভালো থাকে, সেটাই আমার পাওয়া।’

সোমবার (১৩ নভেম্বর) বিকালে খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে এদিন দুপুরে খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বদেশ প্রত্যাবর্তনের দিন স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘সেদিন (১৯৮১ সালে ১৭ মে)– যেদিন ফিরে এসেছি, দেখেছি আমার কেউ আপজন নেই। বাংলার মানুষকে আপনজন হিসেবে নিয়েছি। বাংলার মানুষের মাঝে ফিরে পেয়েছি হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। বাংলাদেশের জনগণই আমার পরিবার। বাংলাদেশের জনগণকে আমার পরিবার হিসেবে আপন করে নিয়েছি। তাই তাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আপনারা বারবার আমাদের ভোট দিয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন। ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। সেই সুযোগটা দিয়েছেন বলেই আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলতে পারে। এই বাংলাদেশ আর অবহেলার বাংলাদেশ না। আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ; অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে।’

জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘তারা এ দেশে নির্বাচন হতে দিতে চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’

অগ্নিসন্ত্রাস প্রতিরোধে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ যদি গাড়িতে আগুন আর মানুষকে আগুনে পোড়াতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন। উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন। যেন আর কেউ সাহস না পায় এভাবে এ দেশের মানুষের ক্ষতি করতে। আমি দেখেছি, সেই পোড়া মানুষগুলোর দুরবস্থা। চোখে পানি ধরে রাখা যায় না। কিন্তু ওদের মধ্যে মনুষত্যবোধ নেই। গরিব মানুষ, চাকরি করে– কীভাবে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে! কীভাবে সাংবাদিকদের পিটিয়েছে!’

নেতাকর্মীদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘ওই ধরনের ঘটনা যেন ঘটাতে না পারে– প্রত্যেক এলাকায় আপনারা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের নিরাপত্তা দেবেন।’

আগামী জাতীয় নির্বাচনে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com