1. banijjobarta22@gmail.com : admin :

বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যানের সঙ্গে ডিএসই চেয়ায়ম্যানের বৈঠক

  • Last Update: Friday, November 3, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

ইউরোপীও ইউনিয়নের স্বনামধন্য পুঁজিবাজার বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলসের চেয়ারম্যান বিনসেন্ট ভেন ড্যাসেলের সাথে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবুর নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধি দল।

২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৩ ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের ব্রাসেলস এ ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোডশোর পর শুক্রবার (৩ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বাংলাদেশের উদিয়মান অর্থনীতি, সরকারের বহুবিদ উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট (Smart) বাংলাদেশ এবং বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন৷ এছাড়াও ড. হাসান বাবু প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করেন৷

তিনি আরো বলেন, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার। ডিএসই’র বাজার মূলধন প্রায় ৮০ বিলিয়ন ডলার। বাংলাদেশে বিনিয়োগের জন্য পুঁজিবাজার হলো অন্যতম প্রধান খাত। এছাড়াও বাংলাদেশে উদ্ভাবনী প্রকল্পসমূহ এবং স্মার্ট বাংলাদেশের সাথে সঙ্গতিপূর্ণ প্রকল্প সমূহে বিনিয়োগ করা যেতে পারে৷ আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তাবায়নের সাথে একটি গতিশীল পুঁজিবাজার পাব বলে আমরা আশাবাদি৷ যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরে ড. হাসান বাবু ডিএসই ও বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলস (Brussels) পারস্পরিক সহযোগীতা বিষয়ক একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন৷ একই সাথে ড. হাসান বাবু বেলজিয়ামের ইউরোনেক্সট ব্রাসেলস-এর চেয়ারম্যানকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনেরও আহবান জানান৷

এছাড়াও ডিএসই’র প্রতিনিধিদল প্রবাসী বাংলাদেশী এবং বিদেশী বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন এবং বেলজিয়ামের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, সরকারের বিনিয়োগ বান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন৷

প্রতিনিধিদলে ছিলেন মধ্যে ডিএসই’র পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, মোঃ আফজাল হোসেন, মোঃ শাকিল রিজভী, শরিফ আনোয়ার হোসেন এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্ত্বিক আহমদ শাহ এবং সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস৷

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com