1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, লেনদেনও কমেছে

  • Last Update: Sunday, October 15, 2023

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। তবে বেড়েছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০ কোটি ৯২ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com