1. banijjobarta22@gmail.com : admin :

সেপ্টেম্বরে বিও হিসাব বেড়েছে প্রায় ৪ হাজার

  • Last Update: Tuesday, October 10, 2023

নিজস্ব প্রতিবেদক

গত সেপ্টেম্বর মাসে নতুন করে প্রায় চার হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারী বিনিয়োগকারী পুঁজিবাজারে এসেছে। শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছরের ৩১ আগস্ট দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৪৬ হাজার ৯৬১টি। সেখান থেকে এক মাসের ব্যবধানে বিও হিসাব ৩ হাজার ৮৯৬টি বেড়ে ১ অক্টোবর দাঁড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজার ৮৫৭টি।

তিন প্রকার বিনিয়োগকারীদের মধ্যে দেশি বিনিয়োগকারী এসেছে ৩ হাজার ৬৭৬জন বিওধারী। বিদেশি বিওধারী বিনিয়োগকারী এসেছে ৪০ জন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিও বেড়েছে ১৮০টি।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ অক্টোবর দেশি বিনিয়োগকারীদের বিওর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৭২৯টি। ঠিক তার এক মাস আগে অর্থাৎ ৩১ আগস্ট বিও হিসাব ছিল ১৬ লাখ ৭৫ হাজার ৫৩টি। অর্থাৎ দেশি বিনিয়োগকারী বেড়েছে ৩ হাজার ৬৭৬টি।

নতুন বিও হিসাব বাড়লেও কমেছে শেয়ারধারী বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট। ৩১ আগস্ট শেয়ার রয়েছে এমন বিওর সংখ্যা ছিল ১৩ লাখ ৮৯ হাজার ২৭৪টি। সেখান থেকে ৮০টি কমে ১ অক্টোবর দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৯ হাজার ১৯৪টি
বিদেশি বিনিয়োগাকারীদের বিও সংখ্যা ৩১ আগস্টে ছিল ৫৫ হাজার ৪৬১টি। সেখান থেকে ৪০টি বিও বেড়ে গত ১ অক্টোবর দাঁড়ায় ৫৫ হাজার ৫০১টি। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিও হিসাব বেড়েছে ১৮০টি। অর্থাৎ ৩১ আগস্ট বিও হিসাব ছিল ১৬ হাজার ৪৪৭টিটিতে। সেখান থেকে ১ অক্টোবর দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৭টিতে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com