1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে লেনদেন তলানিতে

  • Last Update: Monday, September 25, 2023

নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থান হয়েছে। টাকার অংকে তলানিতে নেমেছে লেনদেন। বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৪৪১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৪৬ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিলো ৫০০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮২ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com