1. banijjobarta22@gmail.com : admin :

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ থাকবে এক বছর 

  • Last Update: Thursday, September 21, 2023

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের উৎপাদন এক বছর বন্ধ থাকবে। উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন করে কারখানা সংস্কার (বিএমআরই বা ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন ও এক্সপানশন) করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, আগামী এক বছরের মধ্যে কারখানা পুনর্গঠন করবে কোম্পানিটি। পুরোনো বেশ কিছু মেশিনারিজ বিক্রি করে সেখানে নতুন নতুন যন্ত্রপাতি বসানো হবে। নতুন মেশিনারিজ স্থাপনের পর পরীক্ষামূলক উৎপাদনও করবে প্রতিষ্ঠানটি।

২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটির নতুন মেশিনারিজ স্থাপনের পর উৎপাদন ক্ষমতা ন্যূনতম ১১০ শতাংশ বাড়বে। এর ফলে কোম্পানির টার্নওভার ও মুনাফাও বাড়বে।

এ বিষয়ে কোম্পানি সচিব মোহম্মদ জুয়েল রানা বলেন, কোম্পানির উৎপাদন এক বছর অর্থাৎ ১২ মাসের জন্য বন্ধ থাকবে। এই সময়ে কারখানা ভবনের পুনর্গঠন, যন্ত্রপাতি স্থাপন ও কমিশনিং এবং ট্রায়াল উৎপাদন হবে।

তিনি বলেন, বিএমআরই উল্লিখিত সময়ের মধ্যে সম্পূর্ণ হবে পুরানো যন্ত্রপাতি ভেঙে ফেলার পরে বিক্রি করা হবে। কোম্পানি পরবর্তী সময়ে বিএমআরই বাস্তবায়নের অগ্রগতি ও শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রকদের বাণিজ্যিক উৎপাদন পুনরায় শুরু করার বিষয়ে অবহিত করা হবে।

২০২২ সালের ৩০ জুন শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর আগে ২০২০ সালে ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল তারা। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৬কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com