1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসইর এমডি হিসেবে যোগ দিলেন তারিকুজ্জামান

  • Last Update: Sunday, September 17, 2023

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী এক্সচেঞ্জটির পঞ্চম এমডি হিসেবে যোগ দিলেন তিনি। গত ৮ আগস্ট তার নিয়োগের বিষয়টি অনুমোদন করে বিএসইসি।

তারিকুজ্জামান সাবেক এমডি তারিক আমিন ভূঁইয়ার পর আগামী তিন বছরের জন্য ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তারিক আমিন ভূঁইয়া ২০২২ সালের ২৩ আগস্ট পদত্যাগপত্র জমা দেন। এর আগে ডিএসইর এমডি হিসেবে কাজ করেন প্রয়াত অধ্যাপক ড. স্বপন কুমার বালা, কেএএম মাজেদুর রহমান, কাজী ছানাউল হক।

গত ৮ আগস্ট তারিকুজ্জামানের নিয়োগের বিষয়ে ডিএসইর চেয়ারম্যানের কাছে পাঠানো বিএসইসির সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এক্সচেঞ্জটির পর্ষদের পাঠানো সুপারিশ বিবেচনায় নিয়ে কমিশন ড. এটিএম তারিকুজ্জামানকে এমডি হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে।

ড. এটিএম তারিকুজ্জামান গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে কমিশনে কাজ করেছেন। ডিএসইর এমডি হিসেবে তার নিয়োগের বিষয়টি অনুমোদনের পরে তিনি কমিশনের চাকরি থেকে অবসর নেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com