1. banijjobarta22@gmail.com : admin :

একটি অদৃশ্য হাত আলুর বাজার অস্থির করেছে: ভোক্তার ডিজি

  • Last Update: Saturday, September 16, 2023

নিজস্ব প্রতিবেদক

একটি অদৃশ্য হাত আলুর বাজারকে অস্থির করেছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, এ বছর যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে, এতে দেশে আলুর কোনো ঘাটতি নেই। আগামী কয়েকদিনের মধ্যে আলুর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দাম অনুযায়ী ভোক্তা পযার্য়ে আলু দাম বাস্তবায়ন করতে মাঠ পযার্য়ে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।’

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর ফেরিঘাট এলাকার রিভারভিউ কোল্ড স্টোরেজ পরির্দশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘আলু বিক্রির ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার পাকা রশিদ ব্যবহার করতে হবে। পাকা রশিদ না থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, রিভারভিউ কোল্ডস্টোরেজে রশিদ ছাড়া আলু বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে পুলিশের কাছে সোপর্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীর নাম রসরাজ বাবু (৬০)। তিনি ওই হিমাগারে ১০ হাজার বস্তা আলু সংরক্ষণ করেছেন এবং পাকা রশিদ ছাড়া মোবাইলে দাম নির্ধারণ করে আলু বিক্রি করেছিলেন।

ব্যবসায়ী রসরাজ বাবুকে জিজ্ঞাসাবাদে তার কথায় মিল না থাকায় এবং পাকা রশিদ ছাড়া আলু বিক্রি করায় হিমাগারে তার সংরক্ষিত আলু হেফাজতে নিয়ে ২৭ টাকা মূল্যে সেই আলু বিক্রি করে দাম বুঝিয়ে দেওয়ার জন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দায়িত্ব দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন, পুলিশ সুপার মো. আসলাম খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল সালাম প্রমুখ।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com