1. banijjobarta22@gmail.com : admin :

শোকাবহ আগস্ট স্মরণে ডিএসইর বৃক্ষরোপন

  • Last Update: Monday, August 28, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড গাজীপুরের কাপাসিয়ায়
নিজস্ব জায়গায় বনজ ও ফলজ বৃক্ষরোপন করেছে।

ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্রা।

শোকাবহ মাসের প্রথম দিন থেকেই ডিএসই মাসব্যাপী জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখাসহ নানা কর্মসূচি পালন করে। এরমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের
কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে ব্যানার ফেস্টুন লাগানো, ওয়েব ব্যানার লাগানো।

১৪ আগস্ট সকাল ১১ টায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ডিএসই’র কর্মকর্তাগণের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিলেওর আয়োজনও করা হয়।

হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নাম্বার এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং একই দিন আগারগাঁও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়৷

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com