1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসই ও সিএসই চেয়ারম্যানের বৈঠক

  • Last Update: Monday, August 21, 2023

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের মধ্যে বৈঠক হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ডিএসই ভবনে এই বৈঠকটি হয়।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পুঁজিবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে৷ এই সংকট থেকে উত্তোরণের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে৷

তিনি বলেন, এক শ্রেণির অসৎ ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ বা ফেইসবুক পেইজ দ্বারা পুঁজিবাজার নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে৷ বিভিন্ন ইস্যুতে এসব গ্রুপ বা পেইজ ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পুঁজিবাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ এসব নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে।

ডিএসইর চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে। সে অবস্থা থেকে উত্তোরন ঘটাতে হবে৷ এজন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে আমাদের এক সাথে কাজ করতে হবে৷ যে কোন মূল্যেই হোক বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশিষ্ট সকল পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি পুঁজিবাজারকে গতিময় করে তুলতে হবে৷

এ সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, সামনে নির্বাচন৷ এ সময়টা পুঁজিবাজারের জন্য বিশেষ গুরুতপুর্ণ৷ কোন মহল যেন পুঁজিবাজারের ওপর কোন রকম প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে আমরা এক সাথে কাজ করব৷ বর্তমান সংকটময় সময় থেকে উত্তোরনের জন্য উভয় স্টক একচেঞ্জ পুঁজিবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড করা এবং আরও নতুন প্রডাক্ট চালু করার ব্যাপারে কাজ করবে৷

এছাড়াও তথ্যপ্রযুক্তির উপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে। যাতে আমরা পুঁজিবাজারকে আরও অনেক বিকশিত করতে পারি৷ আমরা এ বিষয়ে একমত হয়েছি উভয় স্টক এক্সচেঞ্জই একসঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে রেগুলেটরের কাছে যাব যাতে বাংলাদেশের পুঁজিবাজারে ভালো একটা পরিবর্তন আনতে পারি৷

এ সময় উপস্থিত ছিলেন সিএসইর সাবেক পরিচালক মেজর মো. (অব) ইমদাদুল ইসলাম৷

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com