1. banijjobarta22@gmail.com : admin :

৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ট্রাস্ট ব্যাংক

  • Last Update: Tuesday, March 15, 2022

নিজস্ব প্রতিবেদক

ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ “টিবিএল ফুলী রিডেমবল নন-কনভার্টেবল আনসিকিউরড বন্ড ইস্যু করবে। বন্ডটির আকার হবে ৪০০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে মূলধন শক্তিশালী করার জন্য বন্ড ইস্যু করতে পারবে।

এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদ ফ্রেশ মূলধন হিসাবে ৯ কোটি ১০ লাখ টাকা “ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডে ইনজেক্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এটা একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। ট্রাস্ট ব্যাংক বাংলাদেশ কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার ধারণ করে। আর “আজিয়াটা ডিজিটাল সার্ভিসেস এসডিএন বিএইচডি, মালয়েশিয়া ৪৯ শতাংশ শেয়ার ধারণ করছে।

ব্যাংকটি মূলধন শক্তিশালী এবং ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধন ইনজেক্ট করবে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com