1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের সামান্য পতন, কমেছে লেনদেনও

  • Last Update: Monday, March 14, 2022

নিজস্ব প্রতিবেদক

সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে সোমবা লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। টাকার অঙ্কেও লেনদেন কিছুটা কমেছে। তবে এই কারেকশনে ‘আক্ষেপ’ নেই বিনিয়োগকারীদের। তারা বলছেন, গত চার কার্যদিবস সূচক বাড়ার পর আজ সামান্য যে পতন হয়েছে। এই কারেকশন অস্বাভাবিক নয়।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স কমেছে ১ পয়েন্ট। দিন শেষে অবস্থান করছে ৬ হাজার ৭৬৩ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬০ পয়েন্টে।

ডিএসইতে এদিন ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ডিএসইতে এদিন ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ২২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৯ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com