1. banijjobarta22@gmail.com : admin :

টাকার অবমূল্যায়নের কারণে নিত্যপণ্যের দামে প্রভাব: বাণিজ্যমন্ত্রী

  • Last Update: Wednesday, July 26, 2023

নিজস্ব প্রতিবেদক

টাকার অবমূল্যায়নের কারণে নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘অন্য দেশের তুলনায় দেশে পণ্যের দাম ধীরগতিতে কমছে। আমাদের দেশের টাকার ২০ থেকে ২৫ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। বিদেশ থেকে আমদানি করা পণ্যের খরচ ও দেশের টাকার অবমূল্যায়নের বিষয়টি হিসাব-নিকেশ করে পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে।‘

বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে ২ আগস্ট প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সয়াবিন তেল, চিনি, ডাল আমদানি করা হয়। বিশ্ববাজারে তেলের দাম কমার সঙ্গে ট্যারিফ কমিশন দেশেও তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। তবে সেটি বাজারে বাস্তবায়ন হতে হয়তো সময় লাগছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কখনও কখনও সুযোগ নেয়। ভোক্তা অধিকার ও অন্যান্য সরকারি সংস্থা বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এখানে আমাদের মাঝে কোনো দুর্বলতা নেই, সরকার এ বিষয়ে সিরিয়াস রয়েছে।’

দেশে সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা ৫ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। সরকার সাধারণ মানুষের প্রতি যথেষ্ট সংবেদনশীল।‘

টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ বছর আগে এই জিলা স্কুল মাঠে এসে উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন। উত্তরের মানুষের চাওয়া পূরণে তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন। আমাদের তিস্তার দুপাড়ে উন্নয়ন দরকার, দ্রুত গ্যাস সরবরাহ দরকার, শিল্পকারখানার জন্য অর্থনৈতিক অঞ্চল করা, ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত শেষ করাসহ আমাদের নানা চাওয়া রয়েছে। প্রধানমন্ত্রী এসব চাওয়ার বাস্তবায়নের অঙ্গীকার করে যাবেন বলে প্রত্যাশা করছি।‘

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com