1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের বড় পতন

  • Last Update: Sunday, July 23, 2023

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ২৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৩৪৫টি প্রতিষ্ঠানের মোট ১৭ কোটি ৯ লাখ ৮৪ হাজার ৭০০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৪৭ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা। আগের দিনের লেনদেন কমেছে।

এদিন দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৯টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। পরের তালিকায় রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, আরডি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, রূপালী লাইফ, বিএনও লুব-রেফ, ওরিয়ন ইফিউশন এবং লিগেসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দাম।

আজ দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৭৮৯ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com