1. banijjobarta22@gmail.com : admin :

বিনিয়োগ বাড়ানোর ঘোষণার সুফল নেই লেনদেনে

  • Last Update: Sunday, March 13, 2022

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন-রাশিয়া সঙ্কটে দেশের শেয়ারবাজার পতনের মুখে পড়লে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা। তবে এই ঘোষণার প্রভাব দেখা যায়নি শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন ফের হাজার কোটির নিচে নেমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করলে লেনদেন তখন হয়তো বাড়বে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, রোববার ডিএসইতে ৯৯৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ কোটি ৯৩ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এর আগে বাজারের অব্যাহত পতনের মুখে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় ব্যাংক ও মিউচুয়াল ফান্ড। গত বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বৈঠক শেষে তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রধান অর্থ কর্মকর্তারা জানান, যেসব ব্যাংক তাদের মূলধনের ২৫ শতাংশ এখনও শেয়ারবাজারে বিনিয়োগ করেনি, তারা দ্রুত ২ শতাংশ বিনিয়োগ বাড়াবে। এছাড়া শেয়ারবাজারের জন্য গঠিত বিশেষ তহবিলে এখনও যেসব ব্যাংক ২০০ কোটি টাকা জমা দেয়নি, সেগুলো তাতে টাকা জমা দেবে। যেসব ব্যাংক টাকা জমা দিয়েও বিনিয়োগ করেনি, তারা দ্রুত বিনিয়োগে যাবে।

পরদিন বৃহস্পতিবার কমিশনের সাথে বৈঠক করে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকরা। বৈঠক শেষে ফান্ড ব্যবস্থাপকরা শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয়। এতে সপ্তাহ শেষে সূচকে যোগ হয় ২১০ পয়েন্ট। তলানীতে থাকা লেনদেনও ফেরে হাজার কোটি টাকায়।

তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে এসে লেনদেন হাজার কোটি টাকার নিচে নামায় চিন্তিত বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স বেড়েছে ৯৭ পয়েন্ট। সূচকটি বর্তমানেঅবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৫১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com