1. banijjobarta22@gmail.com : admin :

সিডিবিএলের কার্যক্রম খতিয়ে দেখতে বিএসইসির কমিটি গঠন

  • Last Update: Thursday, July 6, 2023

নিজস্ব প্রতিবেদক

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩ জুলাই) বিএসইসি এই কমিটি গঠন করে।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মো. বনি ইয়ামিন খান, সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসেন, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপক মো. দীন ইসলাম মোল্লা।

কমিটির কার্যক্রম সুপারভাইজ করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদারকে।

কমিটি আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত কয়েক বছর ধরে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়-বিক্রয় এবং তাদের পোর্টফোলিও তথা ধারণকৃত শেয়ারের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ করে আসছিলেন। অনেকের সন্দেহ সিডিবিএল থেকেই এসব তথ্য ফাঁস হচ্ছে। তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ায় বিনিয়োগকারীরা অনিরাপদ বোধ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির কোনো কোনো কর্মকর্তা তাদের কাছে থাকা তথ্যকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে শেয়ার কেনাবেচা করছেন বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে সিডিবিএলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com