1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে ব্যাংকের ২% বিনিয়োগ শিগগিরই

  • Last Update: Wednesday, March 9, 2022

নিজস্ব প্রতিবেদক

তারল্য প্রবাহ বাড়াতে শেয়ারবাজারে শিগগিরই ২ শতাংশ বিনিয়োগ বৃদ্ধি করবে ব্যাংকগুলো। ব্যাংকগুলোর সাথে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক এ সিদ্ধান্ত হয়।

অর্থ্যাৎ যেসব ব্যাংক বিনিয়োগসীমার ২৫ শতাংশ বিনিয়োগ করেনি, তারা শিগগিরই নতুন করে বাজারে আরও ২ শতাংশ হারে বিনিয়োগ করবে।

বুধবার (৯ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির পক্ষে কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও তফসিলি ব্যাংকগুলোর প্রধান অর্থ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে মোট তিনটি বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বিষয় তিনটি হলো-

১.ক্যাপিটাল মার্কেটে ব্যাংকগুলোর বিনিয়োগের যে সর্বোচ্চ সীমা রয়েছে (২৫%) এই ২৫ শতাংশের নিচে যাদের বিনিয়োগ রয়েছে তারা কয়েকদিনের মধ্যে ২% বিনিয়োগ বৃদ্ধি করবে।

২. ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের নির্দেশনা রয়েছে। এই বিশেষ তহবিল যেসব ব্যাংক গঠন করেনি তারা দ্রুত গঠন করবে এবং যাদের ফান্ড রয়েছে তারা সম্মিলিতভাবে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে সাপোর্ট দেবে।

৩. টায়ার-১ এবং টায়ার-২ এর জন্য মূলধন বৃদ্ধিতে কমিশনের কাছে আবেদন করবে সেগুলোকে সুপার ফার্স্ট ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com