1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসইর লেনদেন ছাড়াল ১১০০ কোটি টাকা

  • Last Update: Wednesday, May 24, 2023

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ১১০০ কোটি টাকা। লেনদেন হয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

এই লেনদেন গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের ৮ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি টাকার শেয়ার।

গতকালের চেয়ে আজ ডিএসইতে ১৮৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com