1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

  • Last Update: Wednesday, May 17, 2023

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। টাকার অংকে কমেছে লেনদেন।

ডিএসইতে আজ ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩২ কোটি ৩০ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৩ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com