1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের মিশ্রাবস্থা, কমেছে লেনদেন

  • Last Update: Wednesday, May 10, 2023

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। টাকার অঙ্কেও কমেছে লেনদেন।

ডিএসইতে আজ ৭২১ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ৪৯ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৩৪৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৯৪টির, দর কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৬টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com