1. banijjobarta22@gmail.com : admin :

যমুনা লাইফের কর্মকর্তাদের অর্থ আত্মসাৎ, তদন্ত করবে আইডিআরএ

  • Last Update: Wednesday, May 3, 2023

নিজস্ব প্রতিবেদক

কমিশনের লোভে স্থায়ী আমানতকে (এফডিআর) জীবন বীমায় রূপান্তর করে ৯৩ জন গ্রাহকদের দুই কোটি চৌত্রিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আত্মসাতের অভিযোগের বিষয় নিয়ে তদন্ত করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বুধবার (৩ মে) আইডিআরএ’র কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান মো. সোহেল রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, টাকা আত্মসাতের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে এসেছে। উক্ত অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত করবে।

এ জন্য আগামী ৯ মে বেলা ১১ টায় যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম সার্ভিস সেন্টার-০২, এস.কে টাওয়ার, (৩য় তলা), ২২৫ শেখ মুজিব রোড, চৌমুহনী, আগ্রাবাদ, চট্টগ্রামে অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় নথি/প্ৰমাণক/ডকুমেন্টসসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে বলা হয়, তদন্তকালে অনুপস্থিত থাকলে একতরফাভাবে তদন্ত কাজ সম্পাদন করা হবে।
চিঠিতে কোম্পানির তিনজন কর্মকর্তাকে যথা সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা হলেন- মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান, এবং আতিকুর রহমান।

তিনজনকেই বীমাগ্রাহকসহ তদন্তস্থলে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে আইডিআরএ’র পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদকে।
এছাড়া যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে তদন্ত কাজে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানিয়ে অনুলিপি দেওয়া হয়েছে।

এছাড়া কোম্পানির চট্টগ্রাম সার্ভিস সেন্টারের শাখা ব্যবস্থাপককেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com