নিজস্ব প্রতিবেক
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিকব৯০ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৭৪ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বীচ হ্যাচারি, অগ্নি সিস্টেমস, এডিএন টেলিকম, পেপার প্রসেসিং, বিডি মনোস্পুল পেপার, রহিমা ফুড ও নাভানা ফার্মা লিমিটেড।