নিজস্ব প্রতিবেদক
প্রথম প্রান্তিক (জুলাই ২০২২-সেপ্টেম্বর ২০২২) এবং দ্বিতীয় প্রান্তিকের (জুলাই ২০২২-ডিসেম্বর ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড।
মঙ্গলবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৯ পয়সা।
৬ মাসে (জুলাই, ২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৯ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৮৩ পয়সা।
সেবা ও প্রকৌশল খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করছে।
২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
মঙ্গলবার (১৮) এপ্রিল কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
কোম্পানির মোট শেয়ারের ৪০ দশমিক ০৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা/পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৭ দশমিক ৭৯ শতাংশ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৪২ দশমিক ১৫ শতাংশ শেয়ার।