1. banijjobarta22@gmail.com : admin :

ন্যাশনাল টির শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন

  • Last Update: Sunday, April 16, 2023

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) ১১৯ টাকা ৫৩ পয়সা দরে শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে এ অর্থ উত্তোলন করবে ন্যাশনাল টি।

রোববার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ১৯৭৯ সালে তালিকাভুক্ত ন্যাশনাল টির বর্তমান পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা। শেয়ার সংখ্যা মাত্র ৬৬ লাখ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১১৯ টাকা ৫৩ পয়সায় ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করে কোম্পানির অনুমোদিত মূলধন আরও ২৭৯ কোটি ৭০ লাখ টাকা বাড়ানো হবে। ১১৯ টাকা ৫৩ পয়সার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য আর ১০৯ টাকা ৫৩ পয়সা প্রিমিয়াম মূল্য ধরা হয়েছে।

শেয়ার অফলোডের টাকা চা বাগান ও ফ্যাক্টরির উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, চলতি মূলধনের চাহিদা পূরণ, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ইত্যাদি খাতে ব্যবহার করা হবে।

বিদ্যমান শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার প্রাপ্তির অনুপাত, রেকর্ড ডেট এবং সাবস্ক্রিপশনের সময় দ্রুত জানানো হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রোববার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬৪৫ টাকা ১০ পয়সায়। এদিন শেয়ারটির দাম বেড়েছে ৪৫ টাকা। বা সাড়ে ৭ শতাংশ। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০২১ সালে সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com