1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের নামমাত্র উত্থান

  • Last Update: Sunday, April 16, 2023

নিজস্ব প্রতিবেদক

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থান হয়েছে। টাকার অংকে বেড়েছে লেনদেন।

ডিএসইতে ৪৭২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ১২ কোটি ১১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com