নিজস্ব প্রতিবেদক
লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড শেয়ারবাজারে আরও ৩ কোটি শেয়ার ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকায় মূলধন বাড়ানো হবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার গত ১৯ মার্চ থেকে অস্বাভাবিক হারে বাড়ছে। ১৯ মার্চ শেয়ারটি লেনদেন ৪২ টাকা ৪০ পয়সা। সেখান থেকে ৫৫ টাকা ৪০ পয়সা বেড়ে সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ৯৭ টাকা ৭০ পয়সা। অর্থাৎ দ্বিগুণের বেশি দাম বেড়েছে কোম্পানির শেয়ার।
মূলধন ঘাটতির দূর করতে শেয়ার ইস্যু করবে এমন খরবে শেয়ারটির দাম বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে কোম্পানির আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১০ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার ইস্যু করার বিষয়ে সম্মতি দিয়েছে।
এর আগের গত ১ অক্টোবর অনুষ্ঠিত লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর আলোকে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করলে কমিশন তা অনুমোদন করে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, বর্তমানে লিগ্যাসি ফুটওয়্যারের পরিশোধিত মূলধন ১৩ কোটি টাকা। শেয়ার সংখ্যা এক কোটি ৩০ লাখ। এই শেয়ারের ৩০ শতাংশ আছে উদ্যোক্তাদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ধারণ করছে ৪২ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।
সর্বশেষ বছরে লিগ্যাসি ফুটওয়্যার ১ কোটি ১১ লাখ টাকা নিট লোকসান দিয়েছে। শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।