নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইউনিলিভার কনজিউমারের। আজ কোম্পানিটির দর কমেছে ১১৯৮ টাকা বা ৩৭ দশমিক ০৫ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর পতন হওয়া অন্য কোম্পানিগুলো হলো-
কোম্পানিগুলোর মধ্যে- বাংলা উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৮.৮৭ শতাংশ, ইনটেক লিমিটেড ৬.৮৭ শতাংশ, মেঘনা পেটের ৫.০৮ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.০২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৪.৭১ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৩০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.০১ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩.৭১ শতাংশ এবং প্রাইম ইসলামি লাইফের ৩.৬২ শতাংশ শেয়ার দর কমেছে।