বাণিজ্য বার্তা ডেস্ক
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি এআইইউবির ট্রেজারার প্রফেসর ড. নিসার আহমেদ এবং চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন এআইইউবির রেজিস্ট্রার পিউস কস্তা, পরিচালক (হিসাব ও অর্থ) মো. খন্দকার সাব্বির কবির, চার্টার্ড লাইফের হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উক্ত চুক্তির আওতায় এআইইউবির সব ব্যবস্থাপনা, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীকে গ্রুপ বীমা সুবিধা দেবে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।