নিজস্ব প্রতিবেদক
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর পতন হয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেডের। আজ শেয়ারটির দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটির দর কমেছে ৯ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে ৭ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৯১ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মেট্রো স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন এবং এডিএন টেলিকম লিমিটেড।