বাণিজ্য বার্তা ডেস্ক
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাসিক ব্যবসা উন্নয়ন সভা ও সেলস মোটিভ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) মতিঝিলের টেরাস ২১-এর হলরুমে সভা ও প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ সারা দেশ থেকে আসা প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রশিক্ষণ প্রদান করেন পাওয়ার ট্রেইনার ইন কর্পোরেট ট্রেনিং ফখরুদ্দিন আসিফ।
২০২২ সালের ব্যবসা সফল কর্মকর্তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেন প্রধান অতিথি। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ব্যবসা সফল কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি সকলকে মার্চ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।