নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ৪ দশমিক ৮৩ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটির দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ২৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটির দর কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৩২ শতাংশ।
তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফিন্যান্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, বিডি থাই ফুড, খান ব্রাদার্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।