1. banijjobarta22@gmail.com : admin :

অ্যাসুরেন্ট সিকিউরিটিজের যাত্রা শুরু

  • Last Update: Thursday, March 3, 2022

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ব্রোকার হাউজ (নতুন ট্রেক) অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেডের যাত্রা শুরু হয়েছে।

বুধবার (২ মে) শেয়ার ক্রয়-বিক্রয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব জানান, তারা সর্বোচ্চ সেবা নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি ডিএসইর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবস্থান করে নিতে চায়।

মতিঝিল আমিন কোর্ট ভবনে অ্যাসুরেন্ট সিকিউরিটিজের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্তি ছিলেন প্রতিষ্ঠানটিকর ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ রায়, নির্বাহী পরিচালক ইশতিয়াক আহমেদ নাসির এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মনোয়ার হোসেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৮ টি কোম্পানিকে ব্রোকারেজ হাউজ পরিচালনার জন্য ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেটের (ট্রেক) অনুমোদন দিয়েছে। এসব লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেড অন্যতম। আমরা এই প্রতিষ্ঠানটিকে বাজারের শীর্ষ স্থানে তুলে আনতে কাজ করে যাবো।

এমডি পঙ্কজ রায় বলেন, বিনিয়োগকারীদের সকল প্রকার সুরক্ষাই আমাদের প্রধান লক্ষ। আমরা গ্রাহকের সুবিধা দিয়েই মন জয় করবো। আর গ্রাহকের মন জয় করতে পারলেই আমরা শীর্ষে উঠে আসতে পারবো। সেই লক্ষেই কাজ করে যাবে অ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেড।

সর্বশেষ বিএসইসির অনুমোদিত ৫৮টি ট্রেকের মধ্যে এ্যাসুরেন্ট সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজম্যান্ট লিমিটেড একটি। প্রতিষ্ঠানটির ট্রেক নাম্বার ২৯৬।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com