1. banijjobarta22@gmail.com : admin :

আকিজ বশির গ্রুপের যাত্রা শুরু

  • Last Update: Tuesday, March 7, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (৬ মার্চ) আয়োজিত উদ্বোধনী বক্তব্য রাখেন শেখ বশির উদ্দিন।

তিনি বলেন, আমার বাবা, শেখ আকিজ উদ্দিন ছিলেন দৃঢ়, অদম্য এবং দারুণ অধ্যবসায়ী একজন মানুষ। নিরলস চেষ্টা, পরিশ্রম, সততা আর ভিন্নধর্মী চিন্তাধারাকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সবার কাছে সুপরিচিত। তিনি তার কাজের মধ্য দিয়ে উন্নয়নশীল বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে তৈরি করে গেছেন সাফল্যের চেতনা। নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে রেখে গেছেন তাঁর অসাধারণ মতাদর্শ। বাবার দেখানো পথ এবং আদর্শ নিয়েই শুরু হলো আমাদের এই নতুন যাত্রা। আমার বিশ্বাস, আগামীকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াসে নিরলস কাজ করে যাবে আকিজ বশির গ্রুপ।

আকিজ বশির গ্রুপের অধীন রয়েছে আন্তর্জাতিক মানের সিরামিকস, স্যানিটারি ও বাথওয়্যার, টেবিলওয়্যার, পার্টিকেল বোর্ড, বিওপিপি, সিওপিপি ও পিইটিটি ফিল্ম, জুট ইন্ডাস্ট্রি, স্টিল, চা এবং মালয়েশিয়ায় এমডিএফ ও এইচডিএফ ফ্লোরিং ইন্ডাস্ট্রি। শেখ বশির উদ্দিনের নেতৃত্বে তাঁর গড়ে তোলা দক্ষ ও অভিজ্ঞ পেশাদার দলের সম্মিলিত প্রচেষ্টায় যথাযথ শিল্পমান বজায় রেখে কাজ করে যাওয়ার উদ্দেশ্যেই শুরু হলো এই পথ পরিক্রমা।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com