1. banijjobarta22@gmail.com : admin :

মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ

  • Last Update: Thursday, February 3, 2022

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট।

সূচক সামান্য বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন কমেছে ।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের ২৯ কোটি ৬৬ লাখ ৩১ হাজার ৮৮৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৭২টির; অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

ডিএসইর প্রধান সূচক ৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে দশমিক ২৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে দশমিক ৪২ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার। আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিবিএস, ইউনিয়ন ব্যাংক, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আরএকে সিরামিক, বিএসসি, ওরিয়ন ফার্মা, লাফার্জহোলসিম এবং এশিয়া ইন্সুরেন্স লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫টির; অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৪৪ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়ছিল ৫৩ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৮২৫ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com