1. banijjobarta22@gmail.com : admin :

জাতীয় বীমা দিবসে সোনালী লাইফের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • Last Update: Wednesday, March 1, 2023

নিজস্ব প্রতিবেদক

অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দানের মাধ্যমে জীবন বীমা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন সাধনের অঙ্গীকার ব্যক্ত করেছে দেশের নতুন প্রজন্মের জীবন বীমা প্রতিস্থান সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার (১ মার্চ) জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাতে এ অঙ্গীকার ব্যক্ত করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমান।

‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস-২০২৩। যার অংশ হিসেবে সোনালী লাইফ এ শোভাযাত্রার আয়োজন করে।

আসন্ন বাজেটে আমরা বীমা বিষয়ক ভালো কিছু সিদ্ধান্ত প্রত্যাশা করছি উল্লেখ করে মীর রাশেদ আমান বলেন, আমি মনে করি, বাজেটে বীমা শিল্প কর্মসংস্থান বৃদ্ধি এবং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে এখনও এই সেক্টরে অনেক কিছু করা যেতে পারে।

তবে বর্তমান সরকার বীমা খাতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সরকার ইতিমধ্যে ১ মার্চ জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে যা গুরুত্বের সঙ্গে উদযাপন করছি। এই উদযাপন বীমা শিল্প সম্পর্কে মানুষের মনে ইতিবাচক ধারনা সৃষ্টি করতে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

তিনি বলেন, দেশে প্রায় ১ কোটি মানুষ বীমার সঙ্গে সম্পৃক্ত এবং কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। আর এই সাফল্যে বড় অবদান রেখেছে এ খাতের নতুন নতুন সব জনবান্ধব ও কল্যাণমুখী বীমা।

রাশেদ আমান বলেন ২০২১ সালে করোনা মহামারির সঙ্কটের মাঝে বিশ্বব্যাপী মোট বীমা প্রিমিয়ামের প্রকৃত প্রবৃদ্ধি যেখানে ৩ দশমিক ৪ ভাগে নেমে এসেছিল, সেখানে বাংলাদেশে বীমা প্রিমিয়ামের প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩ ভাগ, যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৪ ভাগ। সুতরাং একথা বলতে হবে যে, বাংলাদেশের বীমা শিল্পে পরিবর্তন আসতে শুরু করেছে ।

ঢাকার মালিবাগ এ সোনালী লাইফ ইন্সুরেন্সের প্রধান কার্যালযয়ের সন্মুখে আয়োজিত শোভাযাত্রায় সোনালী লাইফের ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ উচ্চ পদস্থ কর্মকর্তা এবং কর্মীরা অংশগ্রহণ করেন।

মীর রাশেদ বিন আমান জানান, প্রতিষ্ঠানটি এ যাবত প্রায় ২৭ হাজারেরও বেশি দাবি পরিশোধ করেছে। সবগুলো দাবি ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে যা এই জীবনবীমা খাতে আর দেখা যায়নি। আর এসব কিছুই আইটির মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে প্রসেস করা হয়েছে।

তিনি বলেন, সোনালী লাইফের শেয়ার ক্যাপিটাল মার্কেটে প্রথম ক্যাটাগরির শেয়ার। সারাদেশে আমাদের ১৭১ টি শাখা রয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com