1. banijjobarta22@gmail.com : admin :

বীমা দিবস পালন করলো জেনিথ

  • Last Update: Wednesday, March 1, 2023

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার (১ মার্চ) দেশে চতুর্থবারের মতো উৎযাপিত হচ্ছে জাতীয় বীমা দিবস। বীমা শিল্পরে উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে দিবসটি আয়োজন করা হয়।

দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এবছর বীমা দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’। মূল অনুষ্ঠান হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী দিবসটির কর্মসূচির উদ্বোধন করবেন।

নির্দেশনা মতো জাতীয়ভাবে দিবসটি পালন করেছে বেসরকারি বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বুধবার (১ মার্চ) প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের নেতৃত্বে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোম্পানির কর্মকর্তারা অংশ নেয়।

জাতীয়ভাবে পালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছ, ঢাকার সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলা-উপজেলা অফিসের উদ্যোগে দিবসটি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com