1. banijjobarta22@gmail.com : admin :

বীমা দিবসের শপথ হোক বীমা দাবি পরিশোধের

  • Last Update: Tuesday, February 28, 2023

এস এম নুরুজ্জামান

আজকের এই দিনে আমি গভীরভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি বীমা পেশায় ছিলেন বলেই আজকের দিনটি বীমা পেশাজীবীরা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ তার সাহসী নেতৃত্বে দিবসটিকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করায়। বীমা দিবসের শপথ হোক দ্রুত বীমা দাবি পরিশোধের।

বীমা দিবস সকল বীমা পেশাজীবীদের একটি আনন্দের দিন। ঈদ-পূজার মতোই বীমা দিবসে প্রতিটি মোবাইলে বীমার গুরুত্বের এসএমএস পাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী দিবসটি উদ্ধোধনের পর প্রতিটি বিভাগে বিভাগীয় কমিশনার, ডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা হবে। এই কাজটি সকল বীমা কোম্পানি মিলে ১০০ কোটি টাকা খরচ করলেও করা যেত না। যা সরকারের একটি নির্বাহী আদেশে হয়েছে।

বীমা দিবসের ফলে জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র বের হচ্ছে। টিভিতে টকশো হচ্ছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা চলছে।

বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে জাতি বীমার সুফল পাচ্ছে। বঙ্গবন্ধু শিক্ষা বীমা সকল বীমা কোম্পানিকে বিক্রি করার সুযোগ দেওয়া হয়েছে। যে কোম্পানি যত দ্রুত দাবি পরিশোধ করবে সে কোম্পানি আগামী দিনে বীমা খাতের নেতৃত্ব দিবে।

বাংলাদেশে গ্রুপ বীমার অপার সম্ভবনা রয়েছে। বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার গ্রুপ বীমাতে প্রিমিয়াম সংগ্রহ করা সম্ভব। বাংলাদেশে স্বাস্থ্য বীমার জনপ্রিয়তাও বাড়ছে। বর্তমানে দেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার কারণে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রিমিয়াম আদায় করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে সম্মানিত বীমা গ্রাহক ঘরে বসে ব্যাংকের পাশাপাশি বিইএফটিএন ও মোবাইল ব্যাংকিং যেমন-বিকাশ, রকেট ও নগদে দ্রুত ও সহজে সুবিধা পাওয়ায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট দিন দিন গ্রাহক পর্যায়ে অভিযোগ হ্রাস পাচ্ছে।

আপনারা জেনে খুশি হবেন যে, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শুরু থেকেই আন্তরিকতার সঙ্গে বীমা দাবি পরিশোধ করে আসছে। জেনিথ ইসলামী লাইফ প্রায় ১৬ কোটি টাকারও অধিক বীমা দাবি ইতোমধ্যে পরিশোধ করেছে। গ্রুপ বীমাসহ অনলাইনে ইআরপি সফটওয়্যারের মাধ্যমে ৭ কর্মদিবসে দাবি পরিশোধ করে থাকি। বীমার আস্থা ফিরে আসার জন্য বীমা দাবি পরিশোধের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বীমার সচেতনতা বৃদ্ধি করার জন্য পঞ্চম শ্রেণি হতে পাঠ্যসূচিতে বীমা বিষয় অন্তর্ভুক্ত করা যেতে পারে।

লেখক
মুখ্য নির্বাহী কর্মকর্তা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. ও
ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com