1. banijjobarta22@gmail.com : admin :

ফের বাড়ল বিদ্যুতের দাম

  • Last Update: Tuesday, February 28, 2023

নিজস্ব প্রতিবেদক

গ্রাহক পর্যায়ে আবারও বাড়ল খুচরা বিদ্যুতের দাম। গত মাসের মত এবারও গড়ে ৫ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। এতে ইউনিটপ্রতি গড়ে ৩৯ পয়সা করে বাড়ল বিদ্যুতের দাম। এর আগে সর্বশেষ গত ২৯ জানুয়ারি বেড়েছিল বিদ্যুতের দাম, সেবার অবশ্য ইউনিটপ্রতি বেড়েছিল ৩৬ পয়সা। ফেব্রুয়ারি মাসের বিদ্যুতের বিল গ্রাহক যখন মার্চ মাসে দেবেন তখন তাকে এই বাড়তি দামে বিল পরিশোধ করতে হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

গত ১২ জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন দফায় বেড়েছে বিদ্যুতের দাম। এর মধ্যে প্রথমবার ইউনিটপ্রতি ৩৬ পয়সা বাড়ে ১২ জানুয়ারি, ২৯ জানুয়ারি বাড়ে ৩৭ পয়সা। এবার বাড়ল ৩৯ পয়সা। সব মিলিয়ে তিন দফায় ইউনিটপ্রতি বিদ্যুতের দাম বাড়ল ১ টাকা ১২ পয়সা।

এই তিন দফা নিয়ে গত ১২ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১২ বার। এতে পাইকারি বিদ্যুতের দাম বেড়েছে ১১৮ শতাংশ।

আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শেষে দাম বাড়ানোর আদেশ দিত। মন্ত্রিসভার অনুমোদনের পর গত ১ ডিসেম্বর ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ জারি হয়। এ অধ্যাদেশ অনুযায়ী, বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাশাপাশি ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয় করতে পারবে সরকার। সে হিসেবে গত ১২ জানুয়ারি থেকে সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ছে। মঙ্গলবারও দাম বাড়ল নির্বাহী আদেশে।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের দাম সব পর্যায়ে বাড়ানো হয়। তখন পাইকারিতে দাম ৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধির পাশাপাশি সাধারণ গ্রাহক পর্যায়ে (খুচরা) বাড়ানো হয় ৫ দশমিক ৩ শতাংশ। তাতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৬ পয়সা বেড়ে দাঁড়ায় ৭ টাকা ১৩ পয়সা।

নতুন করে দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাতে দৈনিক বাংলাকে বলেন, দেশের সব পাইকারি বিদ্যুৎ কেনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সেটি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কাছে কমদামে সরবরাহ করা হয়। এতে পিডিবি ৪০ হাজার কোটি টাকা লোকসানের মুখে রয়েছে। সরকার বড় আকারে ভর্তুকি দিচ্ছে। পিডিবি যতটা লোকসান দিচ্ছে, সে তুলনায় গ্রাহক পর্যায়ে দাম বেড়েছে সামান্য।

বিদ্যুৎ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে, শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৪ টাকা ১৪ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৩৫ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৮৫ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৬ টাকা ৩১ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৩৩ পয়সা হয়েছে।

২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের বিদ্যুতের দাম ৬ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৫ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের দাম ৬ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৩৪ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৯৬ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৫১ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১২ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আবাসিক গ্রাহক ছাড়াও বেড়েছে সব ধরনের বিদ্যুতের দাম। এর মধ্যে কৃষি, ধর্মীয়, দাতব্য, হাসপাতাল, রাস্তার বাতি, পানির পাম্প, ক্ষুদ্র শিল্প, শিল্প, বাণিজ্য, ব্যাটারি চার্জিং স্টেশনের বিদ্যুতের দাম বেড়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com