1. banijjobarta22@gmail.com : admin :

জাতীয় বীমা দিবসে যতো আয়োজন

  • Last Update: Tuesday, February 28, 2023

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার (১ মার্চ) দেশে চতুর্থবারের মতো উৎযাপিত হতে যাচ্ছে জাতীয় বীমা দিবস। বীমা শিল্পরে উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষে দিবসটি আয়োজন করা হয়েছে।

দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এবছর বীমা দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’। মূল অনুষ্ঠান হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী দিবসটির কর্মসূচির উদ্বোধন করবেন।

সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

১ মার্চ থেকে ১৫ মার্চনপর্যন্ত সেবাপক্ষ হিসেবে পালনের জন্য দেশের সরকারি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে ৪টি নির্দেশনা দিয়েছে আইডিআরএ।

কোম্পানিগুলোতে পূর্বের অপরিশোধিত বীমা দাবি থাকলে তা সেবা পক্ষের মধ্যে অতিদ্রুত পরিশোধ করা; লাইফ বীমাকারীর সার্ভাইভাল বেনিফিট সেবা পক্ষ চলাকালে দ্রুততার সঙ্গে পরিশোধের ব্যবস্থা করা; নন-লাইফ বীমাকারীর ক্ষেত্রে সেবা পক্ষ চলাকালে উত্থাপিত বীমা দাবি দ্রুততম সময়ে পরিশোধ করা এবং সেবা পক্ষে প্রদত্ত বিশেষ সেবাসমূহ একটি রেজিস্ট্রারে সংরক্ষণ ও ৩১ মার্চের মধ্যে রেজিস্ট্রারের ছায়াকপি কর্তৃপক্ষে পাঠাতে বলা হয়েছে।

জাতীয় বীমা দিবস উপলক্ষে দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচারণার জন্য বীমা কোম্পানি বা করপোরেশনের শাখা কার্যালয়গুলোকে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত ব্যানার, ফেস্টুন বা নিজস্ব উদ্ভাবনী ধারণা দিয়ে যথাযথভাবে সজ্জিত করার নির্দেশ দেয়া হয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com