নিজস্ব প্রতিবেদক
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডের। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে বাটা সু কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৪০ পয়সা বা ১ দশমিক ১১ শতাংশ।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় স্থানে। এই কোম্পানিটির দর বেড়েছে ৪০ পয়সা বা ৩৮ শতাংশ।
চতুর্থ স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স। এই শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
উল্লেখ্য, আজ পূর্ণ ডিএসইর দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা পূর্ণ হয়নি।