1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, তলানিতে লেনদেন

  • Last Update: Sunday, February 26, 2023

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক পতন হয়েছে। টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে। তবে লেনদেন আটকে আছে ২০০ কোটির ঘরে।

এদিন ডিএসইতে ২৩১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮ কোটি ৪২ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮২ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com