1. banijjobarta22@gmail.com : admin :

এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: বাণিজ্য সচিব

  • Last Update: Thursday, February 23, 2023

নিজস্ব প্রতিবেদক

এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, যে জিনিসটা করা দরকার সেটা হলো আমাদের অনেক জায়গায় হয়তো কিছু পরিবর্তন করতে হবে, রিফর্ম করতে হবে। যেখানে অনেক হোমওয়ার্ক করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে স্মুথ ট্রানজেকশন সম্ভব।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, রফতানির ক্ষেত্রে এখন সরকার ৪৩টি খাতে ২ থেকে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে। এই অর্থবছরে ১৩ হাজার ২০০ কোটি টাকা ক্যাশ ইনসেনটিভ দেওয়ার জন্য নির্ধারিত আছে। ২০২৬ সালের পর এটা দেওয়ার সুযোগ থাকবে না। তখন ডব্লিউটিও (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন)- এর বিধিবিধান অনুযায়ী যে সুযোগ-সুবিধা দেওয়া যায়, সেটা দেওয়া হবে।

তপন কান্তি ঘোষ আরও বলেন, আমেরিকা বাদে পৃথিবীর প্রায় সব দেশেই আমরা বিনা শুল্কে রফতানি করতে পারি। এটা ২০২৬ সালের পরে অনেক দেশেই থাকবে না। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং ইউকে (যুক্তরাজ্য) এখানে থাকবে ২০৩০ সাল পর্যন্ত। তারপরে আবার থাকবে না। এটা একটা বড় জায়গা।

আর একটা হচ্ছে ওষুধ রফতানিতে ট্রিপ (ট্রেড রিলেটড আসপেক্ট অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস চুক্তির আওতায়)- এর অধীন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে সুবধিা পাই- পেটেন্ট ফি না দিয়েও অন্যের ফর্মুলা ইউজ করে আমরা ওষুধ তৈরি করতে পারি। এখন পেটেন্ট যদি আমাকে কিনতে হয়, ওষুধের দাম বেশি হবে। দাম বেশি হলে আমাদের দেশের ওষুধের দাম বেশি হবে। আমরা ১৪০টির মতো দেশে ওষুধ রফতানি করি, সেখানেও এর একটা প্রভাব পড়বে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি হবে তা না। এই জায়গাগুলোরই একটা ক্ষতি হবে, বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব।

তপন কান্তি ঘোষ বলেন, এখন আমরা ৩০ শতাংশ ভ্যালু অ্যাডিশন করলে শুল্ক সুবিধাটা পাই এবং ইউরোপীয় ইউনিয়নে তা ২৫ শতাংশ। যখন আমরা এলডিসি থেকে উন্নয়শীল দেশ হয়ে যাব, এটা সাধারণভাবে থাকবে না। এটা ৫০ শতাংশ হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। ইউরোপীয় ইউনিয়নেও ৫০ ভাগ হয়ে যাবে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণভাবে ৪৩টি পণ্যে ২ থেকে ২০ শতাংশ ক্যাশ সাবসিডি দেওয়া হয়। এর বাইরে আরও বিভিন্ন ধরনের সুবিধা আছে। ৭ বিলিয়ন ডলারের যে এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ড আছে, এখান থেকে এক্সপোর্ট সেক্টরের কাঁচামালের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়া হতো। এখন হয়তো সেক্টর কমে আসবে। এরকম অনেকগুলো যে সুবিধা আছে, সেই সুবিধা হয়তো আমরা আস্তে আস্তে দিতে পারব না। একটা হচ্ছে ডব্লিউটিও’র যে বিধিবিধান তার জন্য আমরা দিতে পারব না। আর একটা হচ্ছে সরকারের সামর্থ্যটাও দেখা দরকার।

ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারে সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহসিনা ইয়াসমিন, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com