নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের। আজ শেয়ারটির দর বেড়েছে ৪০ পয়সা বা ১ দশমিক ০২ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৮৩ শতাংশ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, বার্জার পেইন্টস, ন্যাশনাল টি ও বিডি ল্যাম্পস।