1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের পতন, লেনদেনও তলানিতে

  • Last Update: Thursday, February 23, 2023

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। লেনদেন নেমেছে তলানিতে।

ডিএসইতে আজ মাত্র ২২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিলো ২৫৭ কোটি লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন হয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com